মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

রাবি জয়পুরহাট জেলা সমিতির সভাপতি রানা, সম্পাদক অর্পণ

রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে আইন বিভাগের শিক্ষার্থী মো. খাইরুল ইসলাম রানাকে সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সিয়াম আহমেদ অর্পণকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) এক ইফতার মাহফিল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী জিন্নাত আরা জেবিন, ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান এবং ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদুজ্জামান নাহিদ। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দর্শন বিভাগের শিক্ষার্থী মিঠুচন্দ্র মহন্ত, সাংগঠনিক সম্পাদক হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাইনুল ইসলাম, দপ্তর সম্পাদক আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. খাইরুল আনাম ও  অর্থ সম্পাদক হিসেবে  ব্যাংকিং ও বীমা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সজিব মন্ডলকে মনোনীত করা হয়েছে।

এছাড়াও, জয়পুরহাট জেলার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এমন সকল শিক্ষার্থীদেরকে উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সম্পর্কিত