বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব কর্তৃক ‘ইউরোপ কলিং: বির্ডগিং টু দ্য ওয়েস্ট থ্রু আইএলটিএস’ শীর্ষক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনে বিকাল ৩টায় এ অনুষ্ঠান শেষ হয়।
শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষক হিসেবে ছিলেন রাজশাহী প্রোজেক্ট হেডওয়ের পরিচালক পল বিশ্বাস।
এসময় ডকুমেন্ট প্রিপারেশন, অ্যাপ্লিকেশন প্রসেস, আইএলটিএস এক্সাম মডিউলস, আইএলটিএস এবং ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, এম্বাসি রিকোয়ার্মেন্টস, ইন্টারভিউ গাইডলাইনস ফর দ্য ভিসা এবং অ্যাপ্লিকেশন ইনফরমেশন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মো. আব্দুল লতিফ, সহ-সভাপতি নাজনীন আরা নিশু, উমায়ের ইসলাম খান, অন্যান্য সদস্যসহ প্রায় ৬০ জন শিক্ষার্থী।