সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রাফসানের ‘ব্লু’ ড্রিংকস প্রস্তুত করা হচ্ছিল অস্বাস্থ্যকর পরিবেশে অননুমোদিতভাবে

উত্তরবঙ্গের সংবাদ ডেস্ক: সাড়া জাগানো দেশের ইউটিউবার ইফতেখার রাফসানের কয়েক মাস আগে বাজারে আনা ব্লু ড্রিংকস একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে অননুমোদিতভাবে প্রস্তুত করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বিসিক এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করে।

তবে শুক্রবার (১৭ মে) এই খবরটি নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও গত ২৪ এপ্রিল অভিযানটি পরিচালিত হয় বলে জানা গেছে।

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন বলেন, যেnকোনো প্রতিষ্ঠানকে পণ্য বাজারজাত করতে হলে বিএসটিআইয়ের একটি অনুমোদনের সনদ থাকতে হয়। তাদের তেমন কোনো অনুমোদন বা সনদ না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, কারখানার পরিবেশটি পানীয় উৎপাদনের জন্য অস্বাস্থ্যকর বোধ হওয়ায় তাদেরকে মৌখিকভাবে সতর্কও করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর ‘ব্লু’ নামে ইলেক্ট্রোলাইটস ড্রিংক বাজারজাত করার ঘোষণা দেন আলোচিত ইউটিউবার ইফতেখার রাফসান। যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রাফসান দ্য ছোট ভাই’ হিসেবেই অধিক পরিচিত। তখন লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে দুই ক্যাটাগরিতে তারা দেশের বিভিন্ন পয়েন্টে পণ্য বাজারজাত করতে শুরু করে। সম্প্রতি ‘ব্লু’ লেবুর ফ্লেভার বাজারজাত করাও শুরু করেছে প্রতিষ্ঠানটি।

উবস/আরএ

সম্পর্কিত