হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দেশব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ও তার জন্মশত বার্ষিকী উদযাপনে ক্ষণগণনা উদ্বোধন উপলক্ষে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী মুজিববর্ষ ক্ষণগণনা অনুষ্ঠানের প্রথম প্রহর উদযাপন উদ্বোধন করা হয়। এ উপলক্ষে শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালি বের করে মুক্তিযোদ্ধা কম্পেক্সে জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে সন্মান জানানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পরিষদ চত্বরে ঢাকা থেকে সরাসরি বড় পর্দায় মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যপ্রচার ও ব্ঙ্গব্ন্ধুর জন্মশতবার্ষিকী ক্ষণগণনার প্রদর্শন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আফরিদার সার্বিক তত্বাবধায়নে, উন্মুক্ত মঞ্চে উপস্থিত ছিলেন, সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরীয়ার আজম মুন্না, আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সইদুল হ্ক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন ওসি আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস শেফালী বেগম, অধ্যক্ষ তাজুল ইসলাম, অধ্যক্ষ তফিলউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রকৌশলী তারেক বিন, সাব রেজিস্টার সবুজ মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার, প্রাথমিক শিক্ষা অফিসার মোখছুদুর রহমান, কবি গীতিকার অধ্যাপক আনোয়ারুল ইসলাম, আ’লীগ নেতা আনিসুর রহমান বাকী, জাহাঙ্গীর সরকার, মহাদেব বসাক,আব্দুল মমিন, আহম্মেদ হোসেন বিপ্লব, বাবর আলী, গোলাম সারওয়ার বিপ্লব মহিলা আ’লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শেষে সন্ধ্যায় একই মঞ্চে মুজিববর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।