বিশ্বনাথ সরকার(স্টাফ রিপোর্টারঃ- নওগাঁর রানীনগর উপজেলাধীন বিজয়কান্দি গ্রামের বারেক সরদারের ছেলে বাপ্পি সরদার (১৭) ২২/০৬/২৪ দিবাগতে বাবা মায়ের সাথে অভিমান করে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয় সুত্রে জানা যায়, গতরাতে বারেক সরদার ছেলে বাপ্পিকে তার খারাপ আচরণ এবং গ্রামের খারাপ ছেলেদের সাথে মেলামেশা করার জন্য প্রহার করে। এতে বাপ্পি সরদার রাতের খাবার খেয়ে বিজয়কান্দি ব্রীজের পাশেই ছাপরা ঘরে ঘুমাতে গিয়ে বাবা মা, ও প্রবাসী ভাইয়ের কাছে মুঠোফোনে পরপারে পাড়ি জমানোর জন্য মাফ চায় ও দোয়া কামনা করে লাইলনের রশি গলায় পেচিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরে আজ সকালে তার ছোট বোনকে প্রবাসী ভাইয়ের ফোনকল অনুযায়ী বাপ্পিকে দেখতে আসলে ছাপরার জানালার ফাঁক দিয়ে তার ভাইকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শোরগোল শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে ফাঁসের দড়ি খুলে বারান্ধায় শুয়ে রাখে। তার এ অকাল মৃত্যুতে বাবা মা বারবার মূর্ছা যান এবং প্রলাপ বকছেন। এলাকায় এমন তরুন যুবকের মৃত্যুতে জনমনে শোকের ছায়া নেমে এসেছে।
