রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

রানীনগরে দুর্বৃত্তরা কেটে নিয়ে যাচ্ছে সড়কের গাছ

বিশ্বনাথ সরকার,স্টাফ রিপোর্টারঃ- নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের বড়বড়িয়া বাজার হইতে রেললাইন সংযোগ সড়কের দুই ধারে সরকারি ভাবে লাগানো বিভিন্ন প্রজাতির গাছ রাতের আঁধারে কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। গত কয়েক মাস ধরে এভাবে সড়কের পাশ থেকে অর্ধশতাধিক গাছ গভীর রাতে কে বা কারা কেটে চুরি করে নিয়ে যাচ্ছে। যেগুলো ইতোমধ্যে বেশ বড়ই হয়েছে। অনুমতি ছাড়াই এসব গাছ কর্তন করায় সরকারের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হচ্ছে। বরবড়িয়া হইতে রেললাইন সড়কের দুই পাশে পড়ে আছে শুধু গাছের কাটা অংশের মুল। শুধু এমন দৃশ্যই চোখে পড়ে।

গত রোববার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাণীনগর উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপজেলার গোনা ইউনিয়নের বড়বড়িয়া বাজার হইতে রেললাইন সংযোগ সড়কের অর্ধশতাধিক গাছ রাতের আধাঁরে কে বা কাহারা কর্তন করে চুরি করে বিক্রি করে সরকারি সম্পদ লুটপাট করেছে। যার বর্তমান আনুমানিক মুল্য লক্ষাধিক টাকা।
স্থানীয় বিভিন্ন সুশীলব্যাক্তিবর্গ জানান, গাছগুলো রাস্তার পাশে সরকারি জায়গায় রোপন করা হয়েছিল। কিন্তু সেগুলো এখন রাতের আঁধারে কেটে নিয়ে যাচ্ছে। এদিকে সরকার যেখানে সবুজায়ন গড়ে তোলার লক্ষ্যে নানান প্রকল্প গ্রহণ করছে, সেখানে সরকারী রাস্তার গাছ রাতের আঁধারে কে বা কাহারা কেটে নিয়ে যাচ্ছে।এতে সরকারের লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ রাণীনগর জোনের সহকারী প্রকৌশলী মো: ইমানুর রশীদ মোবাইল ফোনে জানান, আমি গাছ কাটার ঘটনা জানতে পেরে সেখানে লোক পাঠিয়েছি এবং অনুসন্ধান চলছে। যে ব্যক্তিই গাছ কাটুক তাকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

সম্পর্কিত