বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

রানীনগরে ইউনিয়ন পর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয়সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ সরকার(স্টাফ রিপোর্টার)ঃআজ ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার সকাল ১১ টায় নওগাঁ জেলার রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নে ব্র‍্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি’র উদ্যোগে বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।ইউনিয়ন পর্যায়ে বাল্যবিয়ে সংক্রান্ত ঝুঁকিসমূহ নির্ণয় ও বাল্যবিয়ে বন্ধে করণীয় নির্ধারণ করাই ছিলো সভাটির মূল লক্ষ্য।

ব্র‍্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি’র উদ্যোগে আয়োজিত সভাটি সঞ্চালনা ও পরিচালনা করেন ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) শরিফুল আলম। সভাটিতে সভাপতিত্ব করেন কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মকলেছুর রহমান (বাবু)।
স্বাগত বক্তব্যে তিনি তার ইউনিয়নে বাল্যবিয়ে নিরোধকল্পে নানা ধরনের সচেতনতা ও বাল্যবিয়ের ঝুঁকি নিয়ে অভিভাবদের সচেতন থাকার পরামর্শ প্রদান করেন।

প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুর রউফ দুলু, উপজেলা চেয়ারম্যান,রানীনগর তিনি তার বক্তব্যে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি ও দৃষ্টিভঙ্গির পরির্বতন করতে পারলেই বাল্যবিয়ে কমিয়ে আনা সম্ভব জানিয়ে মন্তব্য করেন।

বাল্যবিয়ে প্রতিরোধে আয়োজিত উক্ত সমন্বয় সভায় প্যানেল চেয়ারম্যান আঃ রাজ্বাক সহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত সদস্যাবৃন্দ , শিক্ষক, কাজী,ইমাম ও পুরোহিত সহ এনজিও প্রতিনিধি হিসেবে ডাসকো ফাউন্ডেশন পরিবেশ প্রকল্পের কাশিমপুর ইউনিয়নের প্রতিনিধি এবং যবনিকা রানী,উপজেলা সমন্বয়কারী,গ্রাম আদালত, ইএসডিও প্রতিনিধি সহ কাশিমপুর ইউনিয়নের বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির ২০ জন সদস্য অংশগ্রহণ করেন।

উক্ত সভাটি পরিচালনায় সার্বিক সহায়তা করেন কর্মসূচির অ্যাসোসিয়েট অফিসার মাহফুজা খাতুন,রানীনগর, নওগাঁ।

সম্পর্কিত