(বগুড়া) প্রতিনিধি:
বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়া এলাকায় আরিফ হোসেন (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে দশটার টার দিকে নামাজগড় সুলতানগঞ্জ পাড়া সড়কে এই খুনের ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল ইসলামের ছেলে। তিনি নামাজগড় সংলগ্ন গোয়ালগাড়ি এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।
রাত সাড়ে দশটার টার দিকে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে তার গলা ও একটি হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় তল্লাশি করে সড়কের পাশের ড্রেন থেকে একটি ধারাল অস্ত্র উদ্ধার করেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইহান ওয়ালিউল্লাহ হত্যার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। আরিফের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।