মার্চ ২৩, ২০২৩ ১:২৩ বিকাল



রাণীশংকৈল সানরাইজ কেজি স্কুলে অভিভাবক সমাবেশ

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, দি সান রাইজ কিন্ডারগার্টেন স্কুলে ১১ ডিসেম্বর বুধবার এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।স্কুল কমিটির সভাপতি ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী,আওয়ামী লীগ সভাপতি সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন, বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সমাজ সেবক মোহা: তোয়াহা ও প্রভাষক প্রশান্ত বসাক। এইসাথে উপস্থিত ছিলেন প্রেসক্লাব আহবায়ক অধ্যাপক আনোয়ারুল ইসলাম,ডাঃ নিত্যানন্দ বসাক, মহিলা আ’লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন,পৌর বিএনপির সভাপতি প্রভাষক শাহাজাহান আলী প্রমুখ। আরো বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামাল, অভিভাবক মতিউর রহমার মতি, রুবি আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ওবায়দুর রহমান। প্রসঙ্গত : প্রধান অতিথি স্কুলে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন ও যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন।



Comments are closed.

      আরও নিউজ