মার্চ ২৩, ২০২৩ ১০:৪৪ বিকাল



রাণীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

হুমায়ুন কবির, (ঠাকুরগাঁও) সংবাদদাতা:“সচেতনতা প্রস্তুতি ও প্রশিক্ষন, দূযোর্গ মোকাবেলায় সর্বোত্তম” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ কার্যক্রম ৬-১২ নভেম্বর শুরু হয়েছে। এ উপলক্ষে রাণীশংকৈল পৌর শহরের ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে ৬ নভেম্বর বুধবার সকাল ১১ টায় এক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এছাড়াও ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মহরম আলী, লিডার মোজাম্মেল হক, পুলিশের এস আই মোমিনুর রহমান, প্রেসক্লাব সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি, সাংবাদিক আশরাফুল আলম ও হুমায়ুন কবির সহ সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Comments are closed.

      আরও নিউজ