হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক বরাদ্দকৃত খাদ্য সামগ্রী ৪০০ জন ব্যক্তির মাঝে বিতরণ করা হয়। ৩১ মার্চ মঙ্লবার বিকালে ধর্মগড় ইউপি চত্বর ও মহারাজা গোরস্থান মাদ্রাসা মাঠে, ধর্মগড় ও কাশিপুর ২ ইউনিয়নের ২০০ করে মোট ৪০০ জন ভিক্ষুক, হোটেল বয়, প্রতিবন্ধী, ভ্যান চালক, দিন মুজুর ব্যক্তিকে ১০ কেজি চাল ২ কেজি আলু ও ১ কেজি ডাল সাময়িক খাদ্য সামগ্রী হিসাবে বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপ সহকারি প্রকৌশলী (পিআইও আফিস) তাজউদ্দিন আহমেদ, সংশ্লিষ্ট দুই ইউপি চেয়ারম্যান সফিকুল আলম মুকুল, ও আব্দুর রউফ এবং ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।