বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

রাণীশংকৈলে ৪০ বোতল ফেনসিডিলসহ বংশাই নৈশ কোচের সুপারভাইজার গ্রেফতার

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ কোচ কাউন্টার থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ খোরশেদ আলম মুন্না (৩৪) নামে বংশাই নৈশ কোচের (ঢাকা- মেট্রো-ব:১২-২৩১৪) সুপারভাইজারকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

খোরশেদ আলম মুন্না রাণীশংকৈল পৌর শহরের দক্ষিণ সন্ধারই গ্রামের মৃত আবু সুফিয়ানের ছেলে।

শুক্রবার (১ ডিসেম্বর) রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল উপজেলার নেকমরদ কোচ কাউন্টার থেকে রাণীশংকৈল থানার এস আই এরশাদ আলীসহ সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে।

রাণীশংকৈল থানা পুলিশের এস আই এরশাদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যাগ ভর্তি ফেনসিডিল নৈশ্য কোচের ব্যাগরাখা লোকারে রাখার সময় হাতেনাতে খোরশেদ আলম নামে সুপারভাইজারকে আটক করা হয়েছে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল জানান, সুপারভাইজার খোরশেদ আলমের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত