রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে মাইক্রোবাস ও মটরসাইকেল সংঘর্ষে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা যায়,২ নভেম্বর শনিবার সকাল ১১টায় ফায়ার সার্ভিস রোড় গফুর পুলিশের বাড়ি সংলগ্ন মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। এলকাবাসী সূত্রে জানা যায়, হরিপুরের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-ছ ১১-২১১৩) রোড সংলগ্ন গ্যারেজ থেকে বের হয়ে মূল সড়কে উঠছিল ঠিক সে সময় রাণীশংকৈল থেকে আসা দু’জন মটরসাইকেল (ঠাকুরগাঁও হ-১২-২৯১৩) আরোহীদের সাথে নেকমরদ যাওয়ার পথে সংঘর্ষ বাধে। এ সময় মটরসাইকেলে থাকা দু’জনকেই গুরুতর জখম অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্মরত ডাক্তার অবস্থা বেগতিক দেখে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পথিমধ্যে ভরনিয়া বড়িপাড়া জুয়েদ আলীর ছেলে আক্তারুল ইসলাম আপেল (১৭) মারা যায়। সে রাণীশংকৈল গাজিরহাট ডিগ্রী কলেজের একাদশ ১ম বর্ষের ছাত্র। অপরজন একই গ্রামের আনোয়ারের ছেলে দেলোয়ারকে রংপুর মেডিকেলে নেওয়া হয়। তার অবস্থাও আশংকাজনক। ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও মটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।