জুন ৭, ২০২৩ ৩:০২ সকাল



রাণীশংকৈলে মহান বিজয় দিবস পালিত

হুমায়ুন কবির, রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা।। সরা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদার সাথে -ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় ১৬ ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস বিস্তারিত কর্মসূচীর মাধ্যমে পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে যথাসময়ে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়া দিঘিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় উপজেলা প্রশাসন ও পরিষদ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান পৌরসভা ওই স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে। প্রসঙ্গত এর আগে রাত ১২টা ১ মিনিটে উপজেলা আওয়ামী লীগ একই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। এখানে আওয়ামী লীগ সভাপতি সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দীনসহ নেতারা বক্তব্য রাখেন। পরে উপজেলা প্রসাসনের উদ্যোগে সকাল ৯ টায় ডিগ্রী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে ছাত্র ছাত্রীদের মধ্যে খেলাধুলা প্রতিযোগিতা ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। দুপুরে একই মাঠে ইউএনও মৌসুমী আফরিদা সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। গেস্ট অফ অনার ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী,। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, রিয়াজুল ইসলাম বিদশী চন্দ্র রায়, ওসি আবদুল মান্নান, ওসি তদন্ত খায়রুল আলম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক নেতাকর্মী বীরমুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, হবিবর রহমান পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, উপাধ্যক্ষ জামাল উদ্দিন প্রমুখ। সঞ্চালনা করেন প্রভাষক প্রশান্ত বসাক ও উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। পরে খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মাননা উপহার ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। শেষে বিকালে এক প্রীতি ফুটবল ম্যাচ ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



Comments are closed.

      আরও নিউজ