হুমায়ুন কবির,রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মাসুদ রানা নামে এক কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে তার
বসতবাড়ি ও একটি বিদেশী গাভি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার(১১জুন) উপজেলার নেকমরদ দুর্লভপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, ঘটনার দিন ওই কৃষকের রান্না ঘরের চুলার জ্বলন্ত ছাই হতে পাশে থাকা শুকনা খড়ির মাধ্যমে আগুন লাগে।এ সময়১টি
বসতঘর,২টি গোয়ালঘর, ১টি খড়িঘর ও রান্নাঘরসহ একটি বিদেশী গাভি পুড়ে মারা গেছে ।এ আগুনের সূত্রপাত রান্না ঘরের চুলা থেকে হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। রানীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার নাসিম ইকবাল জানান খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তিনি আরও বলেন, ঘটনাস্থলে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষ টাকার অধিক হতে পারে বলে ধারনা করা যাচ্ছে।