রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

রাণীশংকৈলে বসতবাড়িসহ একটি বিদেশী গাভি আগুনে পুড়ে ছাই

হুমায়ুন কবির,রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মাসুদ রানা নামে এক কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে তার

বসতবাড়ি ও একটি বিদেশী গাভি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার(১১জুন) উপজেলার নেকমরদ দুর্লভপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, ঘটনার দিন ওই কৃষকের রান্না ঘরের চুলার জ্বলন্ত ছাই হতে পাশে থাকা শুকনা খড়ির মাধ্যমে আগুন লাগে।এ সময়১টি
বসতঘর,২টি গোয়ালঘর, ১টি খড়িঘর ও রান্নাঘরসহ একটি বিদেশী গাভি পুড়ে মারা গেছে ।এ আগুনের সূত্রপাত রান্না ঘরের চুলা থেকে হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। রানীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার নাসিম ইকবাল জানান খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তিনি আরও বলেন, ঘটনাস্থলে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষ টাকার অধিক হতে পারে বলে ধারনা করা যাচ্ছে।

সম্পর্কিত