হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইট-ভাটায় কাঠখড়ি পোড়ানোর অপরাধে দুই ভাটা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার নেকমরদ ইউনিয়নের ফকিরটলি ও রাতোর ইউনিয়নের শখের টাউন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ইউএনও ও ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ইটভাটায় কাঠ,খড়ি পোড়ানো হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যান উপজেলা নির্বাহী অফিসার। উপজেলার নেকমরদ ইউনিয়নের এনইবি ব্রিকস ও রাতোর ইউনিয়নে পদ্ম ইটভাটায় জ্বালানী হিসেবে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর বিষয়টির সত্যতা পাওয়ায় দুই ইটভাটা মালিককে ২০ হাজার করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ আইন অমান্য করে কয়লার পরিবর্তে কাট খড়ি পোড়ানোর দায়ে দুই ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে মর্মেও তিনি জানান।