হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গত শনিবার (১১মে) রাতে সখিনা বেগম (২৬)নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সখিনা উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ী হটাৎপাড়া গ্রামের ভ্যান চালক সাইফুল ইসলামের স্ত্রী। রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সাইফুল প্রতিদিনের ন্যায় সকালে বাড়ি থেকে ভ্যানগাড়ি নিয়ে চলে যায়। বাড়ির অন্যান্য সদসরাও বিভিন্ন কাজে বাড়ির বাইরে ছিলো। বাড়িতে ছিলো শুধু সখিনা। সন্ধ্যায় স্বামী সাইফুল বাড়িতে এসে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে আশেপাশের লোকজন এসে তাদের শয়নকক্ষের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে। এ সময় ঘরের সরের সাথে গলায় ফাঁস লাগা অবস্থায় সখিনার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পুলিশে
খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আরো বলেন, উদ্ধারকৃত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।