রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল  উপজেলা প্রশাসন ও প্রাথমিক  শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়

বালক-বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন রোববার (২৯ ডিসেম্বর) বিকালে পৌরশহরের হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এ টুর্নামেন্টের উদ্বোধন করেন,প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম-উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী,উপজেলা  যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, প্রেসক্লাব আহবায়ক ছবিকান্ত দেব প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সীমান্ত বসাক,ইউ আর সি ইন্সট্রাক্টর হাবিবুর রহমান, অধ্যাপক  অধ্যাপক প্রশান্ত বসাক, প্রধান শিক্ষক কুসতম আলী, সাংবাদিক লেমন সরকারসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ব্যক্তি, ক্রীড়ামোদী দর্শক ও গণমাধ্যমকর্মী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হোসেন। উদ্বোধনী টুর্নামেন্টে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমজুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) অংশগ্রহণ করেন। খেলার ফলাফলে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে -৪-৩ গোলে আমজুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

সম্পর্কিত