হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়
বালক-বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন রোববার (২৯ ডিসেম্বর) বিকালে পৌরশহরের হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এ টুর্নামেন্টের উদ্বোধন করেন,প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম-উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, প্রেসক্লাব আহবায়ক ছবিকান্ত দেব প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সীমান্ত বসাক,ইউ আর সি ইন্সট্রাক্টর হাবিবুর রহমান, অধ্যাপক অধ্যাপক প্রশান্ত বসাক, প্রধান শিক্ষক কুসতম আলী, সাংবাদিক লেমন সরকারসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ব্যক্তি, ক্রীড়ামোদী দর্শক ও গণমাধ্যমকর্মী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হোসেন। উদ্বোধনী টুর্নামেন্টে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমজুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) অংশগ্রহণ করেন। খেলার ফলাফলে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে -৪-৩ গোলে আমজুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।