রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

রাণীনগরে শেখ মনির ৮৫তম জন্মদিন পালিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা যুবলীগ দলীয় কার্যালয়ে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

রাণীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাব্বী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদা বেগম, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, প্রচার সম্পাদক আব্দুল খালেক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, রেজাউল ও বেলালসহ অনেকেই।

সমাবেশ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ও ইউনিয়ন যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত