নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আসাদুজ্জামান বকুল (৩৩) কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আসাদুজ্জামান উপজেলার চককুতুব গ্রামের আনছার আলীর ছেলে। শনিবার ভোরে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান,গত ২০১৩ সালের একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত আসাদুজ্জামান বকুলকে ৬ মাসের সাজাপ্রদান করেন। এর পর থেকে সে পলাতক ছিল। বাড়ীতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসাদুজ্জামান পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন এই কর্মকর্তা। শনিবার দিনই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।