শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

রাণীনগরে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণের উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর রাণীনগরে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পাট ফসলের বীজ, আউশ ফসলের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন স্থানীয় এমপি ওমর ফারুক সুমন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসানসহ অনেকেই।

উপজেলা কৃষি বিভাগ জানায়, ২০ জন কৃষককে এক কেজি করে পাট বীজ দেওয়া হয়েছে। আর আউশ প্রনোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ২৪০ জন কৃষককে বীজ ও সার সহায়তা প্রদানের শুভ উদ্বোধন করা হয়। আউশ প্রনোদনার আওতায় প্রতিজন কৃষক ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার সহায়তা পাবেন।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত