শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

রাণীনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দপ্তর প্রঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রাণিসম্পদ দপ্তর প্রঙ্গনে ৩০টি প্রাণিসম্পদ প্রদর্শনী স্টল বসানো হয়। অনুষ্ঠান শেষে খামারীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।

রাণীনগরের ইউএনও উম্মে তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এ্যাড. ওমর ফারুক সুমন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ দুলু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফি ফয়সাল তালুকদার। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠুসহ অনেকেই।

এছাড়া প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা পাণিসম্পদ দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন এলাকার খামারি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত