বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

রাণীনগরে পুকুরে দুর্বৃত্তের বিষ প্রয়োগ, মাছ নিধন

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ১৭ বিঘার একটি চাষকৃত পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে করে দুর্বৃত্তের দেওয়া বিষে ওই পুকুরের প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মরে গেছে বলে দাবি করেছেন পুকুরের লিজকৃত মালিক। শুক্রবার রাতের আঁধারে উপজেলার রাতলায় সোমনদিঘী পুকুরে এই ঘটনাটি ঘটে।

জানা গেছে, ওই পুকুরটি সরকারি খাস পুকুর। গত তিন বছর আগে সরকারিভাবে লিজ পান বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহসিন আলী। লিজ পাওয়ার পর থেকে তিনি পুকুরটিতে রুই, কালতা, মৃগেল, সিলভারসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন।

পুকুরের লিজকৃত মালিক মহসিন আলী জানান, সরকারি বিধি মোতাবেক সরকারি কোষাগারে অর্থ দিয়ে লিজের মাধ্যমে তিন বছর ধরে ওই পুকুরে মাছ চাষ করে আসছি। এরই মধ্যে শনিবার সকালে পুকুর দেখাশোনার শ্রমিক পুকুরে গিয়ে দেখেন পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। তার দাবি, শুক্রবার রাতের আঁধারে শত্রæতা করে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে করে আমার আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত