রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সভাপতি-সম্পাদকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাণীনগর থানা পুলিশের আয়োজনে থানা প্রঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ বছর রাণীনগর উপজেলায় ৩৪টি পূজা মন্ডবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সভায় রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম উপজেলার সকল মন্দির কমিটির সভাপতি-সম্পাদকের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, আসন্ন শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে রাণীনগর থানা পুলিশের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করাসহ নানা বিষয়ে মন্দির কমিটির সভাপতি-সম্পাদকের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মহন্ত, সহ-সভাপতি নিতাই মহন্ত, সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ সরকার, যুগ্ন সম্পাদক কৃষ্ণপদ মহন্ত, গণসংযোগ বিষয়ক সম্পাদক (সাংবাদিক) মনোরঞ্জন চন্দ্র, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তফা ইবনে আব্বাস, সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির খন্দকার ডা. আনজির হোসেন প্রমুখ।