শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

রাণীনগরে দুই চালকল মালিককে জরিমানা

শ্রী মনোরঞ্জন চন্দ্র,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে ধান-চাল ক্রয়ের রশিদ না থাকার অপরাধে দুই চালকল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলার কুজাইল এলাকায় অভিযান চালিয়ে শাকিল চালকল মালিককে ১৫ হাজার টাকা ও শাকিলা চালকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন রাণীনগরের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ধান-চালের মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বাজার স্থিতিশীল রাখতে অবৈধ মজুদদারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার কুজাইল এলাকায় অভিযানে ধান-চাল ক্রয়ের রশিদ না থাকায় শাকিল চালকল মালিককে ১৫ হাজার টাকা ও শাকিলা চালকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় রাণীনগর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দীন ও রাণীনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত