নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চ জাতীয় দিবস উদযাপন ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও উপজেলা আওয়ামীলীগ নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে।
সোমবার সকালে প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে ১মিনিট নিরবতা পালন ও বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল,উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো,রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ,ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এ্যাড: ইসমাইল হোসেন,মুক্তিযোদ্ধা চয়েন উদ্দীন,কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তর প্রধান এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টান ও উপজেলা আওয়ামীলীগ নানা কর্মসূচি গ্রহনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে।