বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

রাণীনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শ্রী মনোরঞ্জন চন্দ্র,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রঙ্গনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিন আবাদপুকুর উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ১৪৪ জন পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও একডালা ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবাহানসহ অনেকই।

সম্পর্কিত