নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা অডিটরিয়ম হলরম্নমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট জহুরম্নল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন,ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রম্নস্ত্মম আলী,উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমূখ। সমাবেশ শেষে ৪৯জন সদস্যকে পুরস্কৃত করা হয়।