নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনর উপজেলার গুয়াতা বাঁকাপাড়া গ্রামে নিজ উদ্যোগে গড়ে তোলা ‘মেঘনা অধ্যয়ন কেন্দ্রে’ ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেন্দ্র পরিচালক তরম্নন যুবক রবিউল সরদার বলেন,ত্যাগের মাধ্যমে নিরক্ষর মুক্ত সমাজ গড়তে এবং আদর্শ মানুষ গড়ার অঙ্গীকার নিয়ে গত ২০১৮ইং সালে নিজ উদ্যোগে মেঘনা অধ্যয়ন কেন্দ্র গড়ে তোলেন। একেবারে প্রত্যন্ত্ম অঞ্চল গুয়াতা বাঁকা গ্রামে নিজ বাড়ীর বারান্দায় গড়ে তোলা কেন্দ্রে ৩-৫ বছর বয়সি শিশুদের পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। মা মেঘনা বিবি এবং বাবা আলম সরদার এর সার্বিক সহযোগিতায় বিনা খরচে এই কেন্দ্রে শিশুরা পড়া লেখা করছে। ছোট শিশুদের এক সাথে বিভিন্ন ফলের সাথে পরিচয় করাতে ও উপভোগ করতে এবং শিশুদের কেন্দ্র মূখী করতে এই ফল উৎসবের আয়োজন করা হয়। ফল উৎসবে কেন্দ্র পরিচালক রবিউল সরদার, মা মেঘনা বিবি,বাবা আলম সরদার,কেন্দ্র শিক্ষক সাহেরা বিবি এবং শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।