মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

রাজারহাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, মোট ১২ প্রার্থী

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-কুড়িগ্রামে রাজারহাটে ২য় ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ১২জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৪জন।

রবিবার (২১ এপ্রিল ২০২৪) বিকেলে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খাদিজা বেগম বিষয়টি নিশ্চিত করছেন।
চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দেওয়া প্রার্থীরা হলেন, বর্তমান রাজারহাট উপজেলার (চেয়ারম্যান)জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী (বাপ্পী), রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুনূর মোহাম্মদ আক্তারুজ্জামান,এটিএম ফিরোজ মন্ডল ও মোঃ আবু তালেব চেয়ারম্যান পদে।

বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আশিকুর রহমান মন্ডল(সাবু),অজয় কুমার সরকার, নাজমুল হুদা(নাজু)ও আব্দুল ওয়াহেদ সরকার।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন ফরম জমা করেছেন তাঁরা হলেন,

মোছাঃ কুরাইশী লায়লা ফেরদৌসী(বিথী), ফারজানা আক্তার, মাধবী রানী ও রতনা বেগম।

গত ২ এপ্রিল কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটানিং অফিসার সাইদুল ইসলাম আরিফ স্বাক্ষরিত গণ-বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২১এপ্রিল ২০২৪ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় ছিল। মনোনয়ন যাচাই ২৩ এপ্রিল, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তারিখ ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তির তারিখ ২৭-২৯ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দের তারিখ ২মে এবং ভোট গ্রহণ আগামী ২১মে ২০২৪।

সম্পর্কিত