মার্চ ৩১, ২০২৩ ১২:৪৩ বিকাল



রাজারহাট উপজেলায় চাঞ্চল্যকর হবিবর রহমান(৩৪) হত্যার আসামিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

শাহিনুল ইসলাম লিটনঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় চাঞ্চল্যকর হবিবর রহমান(৩৪) হত্যার হত্যাকারীদের মুল হোতা আলমগীর হোসেনসহ অভিযুক্তদের নাম এজাহারভূক্ত করে গ্রেফতারের দাবীতে বাদীসহ এলাকাবাসীরা মানববন্ধন করেছে।
আজ শনিবার (২১ মার্চ) সকালে প্রেসক্লাব রাজারহাট চত্বরে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন হত্যাকান্ডের শিকার হবিবর রহমানের মা অবিরন বেওয়া, তার স্ত্রী শাহিনা বেগম, শিশু কন্যা উম্মে সায়মা ওরফে হ্যাপি, ছোট ভাই নুর মোহাম্মদ, মামলার বাদী কাজিম উদ্দিন ও এলাকাবাসী মতিউর রহমান প্রমূখ। এ সময় বক্তারা হবিবর রহমানের হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িতদের মূল হোতা আলমগীর হোসেনসহ অন্যান্য অভিযুক্তদের নাম এজাহারভূক্ত করে দ্রুত গ্রেফতার পূর্বক ফাঁসীর দাবী জানান।
উল্লেখ্য, উপজেলার চাকিরপশার ইউনিয়নের তালুক আষাঢ়ু গ্রামে গত ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে ওই গ্রামের হাসেন আলী মন্ডলের পুত্র ছমেদ আলীর (৪৫) সাথে একই গ্রামের মৃত শহীদ আলীর পুত্র সুলতান (৫৫)এর পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে এবং পূর্বের জেড়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছমেদ আলীর লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে এসে সুলতান আলীর লোকজনের উপর হামলা চালায়।
এ সময় প্রতিপক্ষরা সুলতান আলীর শ্যালক হবিবর রহমান(৩৪) এর উপর হামলা চালিয়ে মাথায় দেশীয় কাস্তে দিয়ে কোপ মারলে কাস্তের কোপে হবিবর অসুস্থ হয়ে পরে।সংঙ্গেসংঙ্গে হবিবরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়,চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পরে ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার হবিবর রহমান(৩৪) মারা যায়।
এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারী বুধবার রাজারহাট থানায় নিহতের মামাতো ভাই কাজিম উদ্দিন বাদী হয়ে মারামারির একটি মামলা দায়ের করলে পরদিন হবিবর রহমান মারা যাওয়ায় মামলাটি হত্যা মামলায় পরিনত হয়।



Comments are closed.

      আরও নিউজ