এ.এস লিমন,মরাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
ব্যাপক-উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজারহাট উপজেলা শাখার লোড-আনলোড শ্রমিক
ইউনিয়নের ত্রি-বার্ষিক নিবার্চন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল
৪টা পর্যন্ত টানা বিরতিহীনভাবে চলে ভোট গ্রহন। নিবার্চনে মোট ২১৮ ভোটারের
মধ্যে ২০৯জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করে। সভাপতি পদে মো.রাশেদুল ইসলাম
(আনারস) প্রতীকে ৯২ ভোট পেয়ে নিবার্চিত হন, সহ- সভাপতি পদে মো. আতাউর
রহমান (রিক্স্রা) প্রতীকে ১০৬ ভোট,সাধারণ সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম (কলস)
প্রতীকে ১৪০ ভোট এবং সহ- সাধারণ সম্পাদক পদে মো. মাসুদ রানা (ফুটবল) প্রতীকে
৯০ ভোট পেয়ে নিবার্চিত হন। নিবার্চনে রাজারহাট উপজেলা নিবার্চন কর্মকতার্
মো. ওয়াজেদ আলী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। ফলাফল ঘোষণা পূর্ব
সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়াদ্দর্ী
(বাপ্পি),উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস ছালাম মাস্টার, থানা অফিসার
ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম
আজাদ, নিবার্চন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো.ইয়াছিন
আলী, ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সুমন কুমার রায় প্রমুখ।