মার্চ ২৩, ২০২৩ ১:৩৭ বিকাল



রাজারহাটে বরাদ্দকৃত ত্রান প্রতিটি ইউনিয়নে স্ব-হস্তে বিতরন করল ইউএনও

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ করোনা প্রতিরোধে রাজারহাটে অঘোষিত লকডাউনের মধ্যে প্রশাসন প্রতিটি মানুষকে ঘরের ভেতর থাকার পরামর্শ দেওয়ায় কুড়িগ্রামের রাজারহাটে শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছে।তারা অভাব অনটনে দিন অতিবাহিত করতেছে।

গত কয়েকদিনে অসহায় মানুষ ঘরের ভেতর অবস্থান করায় চরম বিপাকে পড়ে।কাজ কর্ম নেই, টাকা পয়সা নেই। তাই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেন  সরকারী বরাদ্দকৃত ত্রাণ হতে রাজারহাটের ৭ টি ইউনিয়নে মোট ৩১০ জন ভিক্ষুকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। সোমবার (৩০মার্চ) দুপুরে প্রেসক্লাব রাজারহাট চত্বরে ৫ জন অসহায় কর্মহীন পত্রিকার  হকারকে জনপ্রতি ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, আধা কেজি লবন ও ১ টি সাবান সহায়তা প্রদান করে এ কার্যক্রম শুরু করেন।

এর পর তিনি ঘড়িয়ালডাঙ্গা, ছিনাই, রাজারহাট, চাকিরপশার, বিদ্যানন্দ, উমরমজিদ এবং নজিমখাঁন ইউনিয়ন পরিষদে নিজেই উপস্থিত থেকে স্ব-হস্তে ত্রাণ সামগ্রী বিতরন করেন।

আজ মঙ্গলবার (৩১ মার্চ)  উমর মজিদ ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরনের সময় তিনি প্রতিটি ভিক্ষুকের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত  করেন। বিতরনের পূর্বে উমর মজিদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সর্দার সকল ইউপি সদস্যের উপন্থিতিতে উপস্থিত ভিক্ষুকদের সামনে করোনার লক্ষন, প্রতিকার ও সামাজিক সচেতনতামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং সকলকে সচেতন করেন।

সমাজের সচেতন মহল জানায়, রাজারহাট উপজেলায় মাত্র ৩১০ জনকে ত্রাণ প্রদান অতি সামান্য পরিমান বটে। সমাজে আরো খেঁটে খাওয়া কর্মহীন মানুষ আছে যারা করোনার প্রকোপে সরকারী পরামর্শ অনুযায়ী ঘরে অবস্থান করতেছে এবং তারা  অনাহারে অর্ধাহারে জীবন যাপন করতেছে। তাদের দিকে সু-নজর দেওয়া জরুরী।

 

 



Comments are closed.

      আরও নিউজ