বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাজারহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

সোহেল রানা,কুড়িগ্রাম:কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,রাজারহাট থানা পুলিশ,বীর মুক্তিযোদ্ধা,উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা সহকারী ভুমি কমিশনার এবিএম আরিফুল হক,রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান পিপিএম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সোলায়মান আলী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান মন্ডল,উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানা,উপজেলা ছাত্র লীগের সভাপতি সুমন কুমার রায় প্রমুখ। আলোচনা সভা শেষে ১৭ই মার্চের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত