লিমন,রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
“বঙ্গবন্ধুর দর্শন ,সমবায়ে উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের
রাজারহাটে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ
চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে
উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। নবাগত ইউএনও মোহা.যোবায়ের
হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ
ইকবাল সোহরাওয়াদ্দর্ী বাপ্পি। সমবায় কর্মকতার্ মো. শাহ্ আলমের সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল
সাবু,থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান হক
বুলু, জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম,বিশিষ্ট সমবায়ী ও প্রেসক্লাবের সাধারণ
সম্পাদক মো. রফিকুল ইসলাম,উদযাপন কমিটির সভাপতি সেকেন্দার আলী বাবলু প্রমূখ।
শেষে বিভিন্ন ক্যাটাগরিতে তিনটি সমবায় সমিতির কতার্দের হাতে সম্মাননা
স্মারক তুলে দেয়া হয়।