সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে উদ্ভূত পরিস্থিতি নিরসণে কর্তৃপক্ষের তৎপরতা

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে গত শনিবার (১১মে) রাতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনার ফলে উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার ফলে উদ্ভূত পরিস্থিতি নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপর হয়েছে।

সোমবার (১৩ মে) দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, হল প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষকবৃন্দের সাথে আলোচনা করেন।

দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকায় এখানে শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম যথারীতি সম্পন্ন হচ্ছে।

গত শনিবার (১১মে) রাতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনার ফলে উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ পরিস্থিতি নিরসনে প্রশাসনের পক্ষ থেকে বিবাদমান শিক্ষার্থীদের সংযত থাকা ও আলাপ-আলোচনার মাধ্যমে পরস্পরের মধ্যে সদ্ভাব প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ করে হল প্রশাসনের তৎপরতা বৃদ্ধি ও যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁদের সহযোগিতা প্রত্যাশা করলে উপস্থিত হল কর্তৃপক্ষ সে বিষয়ে একমত পোষণ করেন।

প্রসঙ্গত, ১২ মে (রবিবার) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বিবাদমান শিক্ষার্থীদের সাথে বৈঠকে আবাসিক হলসহ ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। শিক্ষার্থীবৃন্দ সে বিষয়ে সচেতন থাকাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে।

এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে যে গৃহীত পদক্ষেপের মাধ্যমে বিষয়টি নিস্পত্তি ও সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান নিশ্চিত হবে।

এ পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সকলের সহযোগিতার আহ্বান জানাচ্ছে ও ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রমসহ সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর ও প্রক্টরিয়াল বডি, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
উপস্থিত ছিলেন।

সম্পর্কিত