রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

রাজশাহীতে বাসের ধাক্কায় শিশুসহ ভ্যান চালক নিহত

জোলা প্রতিনিধি মশিউর রহমান : রাজশাহীর মোহনপুরে বাসের ধাক্কায় ভ্যানের যাত্রী শিশুসহ ভ্যান চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন যাত্রী। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন, ভ্যান চালক সিরাজ উদ্দিন (৫০), এবং ভ্যানের আরোহী শিশু আব্দুল্লাহ্ (১০)।

নিহতের আত্মীয়রা জানান, বাগমারার ভবানীগঞ্জ থেকে ছেড়ে আসা রাফিউল নামক যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। যাহার রেজিস্ট্রেশন নং- সিলেট-জ-১১-০০৫০। বাসটি শনিবার (২০ জানুয়ারি) বেলা ১১ টা ১৫ মিনিটের দিকে সইপাড়া এলাকায় এসে পৌছালে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক ও ভ্যানের যাত্রী শিশু আব্দুল্লাহ্ ঘটনাস্থলে নিহত হোন। এসময় ভ্যানের আরও দুইজন যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন, নিহত শিশুর বাবা আব্দুল কুদ্দুস (৪০) এবং তার বোন নাফিজা (১৪)।

পুলিশ জানায়, বাসটির চালক ও সহকারি পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোহনপুর থানায় একটি মামলা দায়ের হচ্ছে। আহত নিহতরা একদিলতলা হাটে পান বিক্রি করে তাদের গ্রাম বড়াইলে যাচ্ছিলো।

সম্পর্কিত