মো মশিউর রহমান জেলা প্রতিনিধি : রাজশাহীতে পবা-মোহনপুর উপজেলা ছাত্রলীগের মত বিনিময় সভা করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা ও ইফতার মাহফিল করেন তারা।
মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও পবা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজওয়ান করিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাক আহম্মেদ, সাবেক উপ প্রচার সম্পাদক আফজাল হোসেন বকুল, কাটাখালি পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী, জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, পবা-মোহনপুর উপজেলার বিভিন্ন ইয়নিয়ন ছাত্রলীগের সভাপতি, সম্পাদকসহ নেতাকর্মীরা।