বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি মনিরুজ্জামান খানের আইজিপি ব্যাচ প্রদান

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব, প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক কর্মের স্বীকৃতিস্বরূপ ” Police Force Exemplary Good Service Badge-2023″ (আইজিপি ব্যাজ) গ্রহণ করলেন রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান।

পুলিশ সপ্তাহ উপলক্ষে সকালে রাজারবাগে আইজি ব্যাজ প্রদান করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এসময় আইজিপির হাত থেকে এ ব্যাজ গ্রহণ করেন রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এক বলেন, বাংলাদেশ পুলিশের অভিভাবক আইজিপি স্যার, রাজবাড়ী পুলিশ সুপার স্যার সহ সকল সিনিয়র স্যারদের প্রতি কৃতজ্ঞ। প্রিয় সহকর্মী বৃন্দ, পরিবারের সদস্য সহ সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভালো কাজের ধারাবাহিকতা যেন অব্যাহত রাখতে পারেন সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সম্পর্কিত