রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীর রেলস্ট্রেশনের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার, পরিচয় খুঁজেছে পুলিশ

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধিঃ

রাজবাড়ী রেলষ্টেশনের পাশ থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ জুন) বেলা সাড়ে ১২টার দিকে ওই মরদেহ রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

রাজবাড়ী থানার এসআই আবুল কালাম আজাদ জানিয়েছেন, শুক্রবার ভোর ৬টা থেকে বেলা সাড়ে ১২টার মধ্যে কোন এক সময় ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি আরো জানান, গত এক সপ্তাহ ধরে মানসিক প্রতিবন্ধী ওই ব্যাক্তি রাজবাড়ী রেলষ্টেশন ও তার আশপাশ এলাকা ঘোরাঘুরি করে আসছিলেন। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। একই সাথে এ মৃত ব্যক্তি কারো পরিচিত হলে বা পরিচয় জানতে পারলে তা রাজবাড়ী থানাকে অবিহিত করাও তিনি অনুরোধ জানিয়েছেন।

সম্পর্কিত