শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর বাংসাই চোরাই গরুসহ চোর গ্রেফতার

মোঃ আমিরুল হক, রাজবাড়ীঃরাজবাড়ী জেলার পাংশা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১টি চোরাই গরু উদ্ধারসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপু‌রে পাংশা মডেল থানার ও‌সি স্বপন কুমার মজুমদার এ তথ্য নি‌শ্চিত ক‌রেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাংশার ফলিমারা গ্রামের মোঃ আরব আলী সরদারের ছেলে মো. খাজা সরদার(৩৮), মৃত মজিবর মন্ডলের ছেলে ইউনুছ আলী মন্ডল (৩৮) ও ভাগবিষ্ণুপুর গ্রামের মৃত জুরান প্রামানিকের ছেলে মো. রেজাউল ইসলাম ওরফে কটা (৪৫)।

পু‌লিশ জানায়, পাংশা মডেল থানা পুলিশের এসআই তারিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পাংশার ভাগবিষ্ণুপুর এলাকার মো. রেজাউল ইসলাম ওরফে কটা’র বসত বাড়ির দোচালা টিনের গোয়ালঘর হতে ১টি চোরাই গরু উদ্ধারসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত