স্টাফ রিপোর্টার, রাজবাড়ী:
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (২৬ জুন) বিকেলে এক প্রেস নোটে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) স্বপন কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো- উপজেলার সত্যজিতপুর গ্রামের মোঃ দারোগ আলি সেখের ছেলে মোঃ সাগর শেখ (৩০), নজর আলি সেখের আরেক ছেলে মোঃ আলম শেখ (৩৩), মোঃ আলম আলি সেখের স্ত্রী মোছা. চম্পা বেগম (২৬) ও আলম আলি সেখের ছেলে মোঃ সোহেল শেখ (২৫)। আসামিদের সকলেই সর্ব গ্রামের সমসপুর মধ্যপাড়ার অধিবাসী।
এছাড়াও, নাচনা মুরাদপুর গ্রামের মৃত আজগর আলি সেখের ছেলে মোঃ আব্দুল্লাহ হেল মৃক্তাদী (৩৮), সমশপুর গ্রামের আসলাম খলিলের স্ত্রী ইয়াসমিন (৩২), বহলাডাঙ্গা গ্রামের মজুর স্ত্রী ঝর্না বেগম (৩৫), একই গ্রামের কোরবান সেখের ছেলে রবিউল শেখ (৩৪), নারায়ণপুর গ্রামের মো. ইকবাল মন্ডলের ছেলে মোঃ লিটন মন্ডল (৪০), এদের সকলেরই থানা পাংশা ও জেলা-রাজবাড়ী।
পরে আসামিদের পুলিশি মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।