শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীর পদ্মা নদীতে ছেলের জালে ধরা পরল ২৮ কেজির বাঘাইড়

 

মোঃ আমিরুল হক, রাজবাড়ী :রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। বাঘাইড় মাছটির ওজন ২৮ কেজি ১০০ গ্রাম।

আজ সোমবার (২৯ জানুয়ারি) ভোরে পদ্মা নদীর ঢালারচর এলাকায় জেলে বক্কার হলদারের জালে বিশাল এই বাঘাইড় মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া ঘাটের মাছের আড়তে বাঘাইড় মাছটি বিক্রির জন্য আনা হয়। পরে স্থানীয় মাছ ব্যবসায়ীদের অংশগ্রহণে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ।

শাকিল সোহান মৎস্য ভাড়তের স্বত্বাধিকারী শাহজাহান শেখ বলেন, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় অনেকদিন পর এমন বড় মাছ জালে ধরা পড়ল। মাছটি কিনে নেওয়ার পর ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৪২ হাজার টাকায় ঢাকার কারওয়ান বাজারে বিক্রি করা হয়েছে।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত