সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীর নির্মাণ সামগ্রী বিক্রয় করা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ

সরকারী নিয়ম-নীতি ও প্রাতিষ্ঠানিক বিধি-বিধানের তোয়াক্কা না করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজের অবশিষ্ট রড, অ্যালুমিনিয়াম থাই বিক্রি করার অভিযোগে অভিযুক্ত কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বালিয়ায়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএসএ) রফিকুল ইসলামকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়।

গত ২৭ শে এপ্রিল ও ২৮শে এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে এই স্বাস্থ্য কর্মকর্তার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও নির্মাণ সামগ্রী বিক্রি নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে নড়ে চড়ে বসেন স্বাস্থ্য প্রশাসন।

এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে ও উন্মুক্ত দরপত্র আহ্বান ব্যতিত এগুলো বিক্রয়ের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বালিয়াকান্দি ইউএসএফপিও’কে প্রধান করে ও গোয়ালন্দ ইউএসএফপিও সহ ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।

এ বিষয়ে তদন্ত কমিটি প্রধান বালিয়াকান্দি ইউএসএফপিও ডাঃ মুক্তাদির আরেফিন বলেন, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত প্রতিবেদন আসলে দোষ-গুণ বলা যাবে।

সম্পর্কিত