রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী:

রাজবাড়ী গোয়ালন্দ পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৬৪ কোটি ৪৮ লক্ষ ৮৪ হাজার ৪২৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১ টায় পৌরসভার হলরুমে মেয়র মোঃ নজরুল ইসলাম মণ্ডল ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেন।

পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম মণ্ডলের সভাপতিত্ত্বে বাজেট সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু কুমার বিশ্বাস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গুলজার হোসেন মৃধা, বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি সিদ্দিক মিয়া, পৌর সচিব মোঃ রুহুল আমিন, নির্মল কুমার চক্রবর্তী, পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক, প্যানেল মেয়র নাছির উদ্দিন রনি, মহিলা প্যানেল মেয়র শাহিদা আক্তার, মেয়রের সহধর্মিণী কাকলি নজরুলসহ ৯টি ওয়ার্ডের কাউন্সিল রবৃন্দ।

উন্মুক্ত বাজেট ঘোষণা কালে গোয়ালন্দ পৌরসভা মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল বলেন, নির্বাচনের পর থেকে অদ্যাবধি পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের স্বাক্ষর রাখতে পৌরসভার বিভিন্ন প্রকার উন্নয়ন অব্যাহত রেখেছি। আগামী এক বছর সামনে রেখে যে বাজেট ঘোষণা করা হলো তা পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। আমি পৌরবাসীর নিকট আশাবাদী আগামী দিনগুলোতে এলাকায় উন্নয়ন করতে সহযোগিতা করবেন।

সম্পর্কিত