স্টাফ রিপোর্টার, রাজবাড়ী:রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে ১৬০ বোতল ফেনসিডিসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। সেইসাথে জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল।
বুধবার (১৭ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট এলাকা হতে তাদের আটক করা হয়।
আটকরা হলো, মোঃ আব্দুস সামাদ (৩০) ও রিয়াজ শরিফ ওরফে শাহিন (৩২)। এরা দুইজন কুষ্টিয়া জেলার ইসলামি বিশ্ববিদ্যালয় থানার এলাকার বাসিন্দা।
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার শাইখ আক্তার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, কুষ্টিয়া হতে মাদক নিয়ে মোটরসাইকেল যোগে তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।