শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে ৭৫ নারী পেলেন “হার পাওয়ার প্রকল্পের” ল্যাপটপ

রাজবাড়ী প্রতিনিধিঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ‘হার পাওয়ার প্রকল্পের’ আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার হিসেবে রাজবাড়ীর ৭৫ জন নারী ল্যাপটপ পেয়েছেন।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এসব ল্যাপটপ বিতরণ করেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ ও জেলা পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ (পিপিএম) উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলা প্রশাসন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং ব্যাবিলন রিসোর্সেস লিমিটেড এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেন, ‘প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে তোমাদের ল্যাপটপ দিচ্ছেন সেই উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করা এবং সফল করার দায়িত্ব তোমাদের সকলের। তোমরা এ ল্যাপটপের সদ্ব্যবহার করে জীবনে প্রতিষ্ঠা লাভ করো এই দোয়া করি।’

বিশেষ অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই পুরুষ ও নারীর বৈষম্য দূর করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। যাতে মেয়েরা স্বাবলম্বী হয় এবং নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য আজ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ল্যাপটপ বিতরণ করা হলো। এটাকে আমরা সাধুবাদ জানাই।’

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ‘রাজবাড়ীর তিন উপজেলার (রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি) যে ৭৫ জন আজ ল্যাপটপ পাচ্ছেন তারা সকলেই যার যার যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন এবং ছয় মাস প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা অর্জন করেছেন। দক্ষতা অর্জনের পর পুরস্কার স্বরূপ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজকে আমরা তাদের প্রতিজনকে একটি করে ল্যাপটপ বিতরণ করলাম। যারা ল্যাপটপ পাচ্ছেন তাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনারা নিজেরা উদ্যোক্তা হন এবং নতুন নতুন উদ্যেক্তা তৈরি করুন।’

সম্পর্কিত