রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে রাসেলস ভাইপারের আতঙ্কে গামবুট বিতরণ

মোঃ নুরুল ইসলাম বালিয়াকান্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

রাসেলস ভাইপার সাপ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে রাজবাড়ীর গোয়ালন্দে রাসেলস ভাইপারসহ বিভিন্ন সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে ১০০ জন কৃষকের মাঝে গামবুট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃষকদের মাঝে গামবুট বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।

কাজী কেরামত আলী বলেন, রাসেলস ভাইপার যতটুকু না ক্ষতি করছে তার চেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মনে। এসময় রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক না ছড়িয়ে সতর্ক হয়ে কৃষকদের কাজ করার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, পদ্মার চরাঞ্চলে ফসল ঘরে তোলার সময় কৃষকরা যাতে ভয় না পান তার জন্য সব সময় তাদের পাশে থাকতে হবে। আজকে ১০০ জনের মাঝে গামবুট বিতরণ করা হলো। প্রয়োজনে কৃষকদের মাঝে আরও গামবুট বিতরণ করা হবে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী।

সম্পর্কিত