রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর গোয়ালন্দে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম আকবর আলী মল্লিক (৪৮)।
আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ জমিদার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এক ঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয়রা।
ফলে সড়কের উভয় পাশে যানজট তৈরি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, নিহত আকবর রাজবাড়ী সদর থানার মুকুনদিয়া গ্রামের মৃত মনছের মল্লিকের ছেলে। তিনি গোয়ালন্দ পৌর শহরের দর্জির দোকানদার ছিলেন
দুপুর দেড়টার দিকে নিজ দোকান বন্ধ করে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে তিনি নিহত হন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস কালের কণ্ঠকে বলেন, ‘গোল্ডেন লাইন নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে।’