রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে বাবার লাঠির আঘাতে মেয়ের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি ঃরাজবাড়ীর পাংশায় বাবার লাঠির আঘাতে মেয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের তেলেগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পাখিলা খাতুন পাখি স্থানীয় কালন মিয়ার মেয়ে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে মেয়ে পাখিলা পাখিকে একটি লাঠি দিয়ে আঘাত করে তার বাবা। এসময় পাখি অসুস্থ হয়ে পরলে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের অন্য সদস্যরা। কিন্তু চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে। নিহতের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত